قُلۡ هُوَ ٱللَّهُ أَحَدٌ ﴿١﴾
বলুন [১] , ‘তিনি আল্লাহ্, এক-অদ্বিতীয় [২] ,
ٱللَّهُ ٱلصَّمَدُ ﴿٢﴾
‘আল্লাহ্ হচ্ছেন ‘সামাদ' [১] (তিনি কারো মুখাপেক্ষী নন, সকলেই তাঁর মুখাপেক্ষী);
لَمۡ یَلِدۡ وَلَمۡ یُولَدۡ ﴿٣﴾
তিনি কাউকেও জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেয়া হয়নি [১] ,
وَلَمۡ یَكُن لَّهُۥ كُفُوًا أَحَدُۢ ﴿٤﴾
‘এবং তাঁর সমতুল্য কেউই নেই [১]।’